ভারত আয়োজিত কোয়াড সম্মেলনে থাকবেন না ট্রাম্প

ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বাণিজ্য ইস্যুতে উত্তেজনার কারণে এ বছর ভারতের আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দেবেন না ট্রাম্প।

তবে ট্রাম্পের ভারত সফর বাতিলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৯ সালে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিলেও সম্প্রতি মোদি–ট্রাম্প সম্পর্ক ধীরে ধীরে শীতল হয়েছে। গত জুনে দুই নেতার মধ্যে ৩৫ মিনিটের এক ফোনালাপে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘাত ‘সমাধান’ করেছেন তিনি। এমনকি তিনি ইঙ্গিত দেন, মোদি যেন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। মোদি স্পষ্ট জানিয়ে দেন, সংঘাত নিরসন হয়েছে ভারত-পাকিস্তানের সরাসরি আলোচনায়, যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাই ছিল না। তখন থেকেই সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে।

এদিকে রাশিয়ার তেল কেনার কারণে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল রাশিয়া ইস্যু নয়-ভারতকে বিশেষভাবে চাপ দেওয়ার কৌশল। এ নিয়ে দিল্লি-ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, নোবেল পুরস্কার প্রসঙ্গ থেকে শুরু করে বাণিজ্য চাপ-সব মিলে দুই নেতার একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন ভাঙনের মুখে। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ