ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বে লিটন দাস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে এ সিরিজে খেলতে পারছেন না বলে দলের দায়িত্ব দেয়া হয়েছে লিটনকে।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) শুক্রবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।

এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় ওই ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি।

লিটন দাস এই মুহূর্তে জাতীয় টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে তাকে নিয়োগ দেয় বিসিবি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ