দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়। ৮.৩ ওভারে স্কোর বোর্ডে ৪৯ রান জমা করতেই ভারত হারায় প্রথমসারির ৫ ব্যাটসম্যানের উইকেট।
ভারতের ব্যাটিং লাইনআপ রীতিমতো ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি। ৩ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ভারতীয় টপঅপর্ডার চার ব্যাটসম্যান সাজঘরে ফেরান লুঙ্গি।
লুঙ্গির গতির শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (১৫), অন্য ওপেনার লোকেশ রাহুল (৯)। লুঙ্গির বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন ভারতের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।
৮.৩ ওভারে ৪৯ রানে রোহিত, রাহুল, কোহলি, দীপক হুদা ও পান্ডিয়ার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে হাল ধরেন সুরাইয়া কুমার যাদব ও দীনেশ কার্তিক।
রোববার অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।