ব্রাজিলের সঙ্গী হয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

যারা জিতবে তারাই যাবে ব্রাজিলের সঙ্গী হিসেবে সেমিফাইনালে উঠবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে জয় পেয়েছে আর্জেন্টিনা।

তবে ব্রাজিলের মতো প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারেনি আলবিসেলেস্তেরা।

মেয়েদের কোপা আমেরিকায় বি গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা নারী ফুটবল দল। ফ্লোরেন্সিয়া বন্সেগুন্দোর করা একমাত্র গোলেই সেমির টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা।

এই জয়ের ফলে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী হলো আর্জেন্টিনা।

সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি। পরদিন একইসময় আরেক সেমিফাইনালে উড়তে থাকা ব্রাজিলের সামনে পড়েছে প্যারাগুয়ে।

মাঠে নামার আগেই অনেকটা চাপমুক্ত ছিল আর্জেন্টিনা।  আগের দুই ম্যাচে ৯ গোল করার পর বৃহস্পতিবার ড্র করলেও হতো তাদের।

আর এমন সহজ লক্ষ্যের ম্যাচে ভেনেজুয়েলার দাপুটে ফুটবলের সামনে উল্টো হারতে বসেছিল আর্জেন্টিনা।

পুরো ম্যাচে গোলের জন্য ১৩টি শট নেয় ভেনেজুয়েলা। তবে ভাগ্য সহায় হয়নি তাদের।

প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্সিয়ার গোল করলে হাফ ছেড়ে বাঁচে আলবিসেলেস্তের সমর্থকরা।

রেফারির শেষ বাঁশিতে কঠিন এক জয় নিয়ে মাঠ ছাড়েন নীল-সাদা জার্সির নারীরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ