বোয়াও সম্মেলনে বক্তব্য রাখতে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২০২৫ সালের বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, হাইনানের বোয়াও আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন অধ্যাপক ইউনূস।

এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, ফোরামের চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন এবং মহাসচিব ঝাং জুনও উপস্থিত থাকবেন।

এছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করবেন খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ। একই দিন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার।

২৬ মার্চ বিকেল ৪টা ১৫ মিনিটে সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হাইনান প্রদেশের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অধ্যাপক ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর।

এই সফরের অংশ হিসেবে তিনি চীনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

২৯ মার্চ তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং একই দিন তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। সফরের শেষ দিনে তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশে যৌথ উদ্যোগে হাসপাতাল স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ