বৃষ্টি সুখের আবির

এমন রাগে কেমন করে
সুর বাঁধো তুমি বৃষ্টি,
পাগল প্রেমে মন উচাটন
লাগছে ভারী মিষ্টি।

হয়নি শোনা বহু বছর
এমন সুরে গান
চোখ জুড়ানো শান্তি পরশ
নিলেই কেড়ে প্রাণ।

ছন্দ তালে স্নিগ্ধ লয়ে
নতুন বোলে ঝুম
মাতাল তালে বিস্ময়ে তাই
জেগে থাকে ঘুম।

হয়তো তুমি নীল আকাশের
অভিমানি কান্না,
অঝর ধারায় ঝরছো পড়ে
হয়ে মুক্তো পান্না।

যেমন করেই ঝর তুমি
মুষল কিংবা ঝিরঝির
তুমিই হাসি তুমিই কান্না
তুমিই সুখের আবির।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ