বিস্ফোরণে ভেঙে গেছে শতাধিক বাড়ি-মসজিদের জানালার কাঁচ

সীতাকুণ্ড সোনাইছড়ী ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও কেমিক্যাল কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় কেশবপুর, মল্লাপাড়া, শীতলপুর, লালবেগ এলাকার বিভিন্ন ঘরবাড়ি ও মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএম কনটেইনার সংলগ্ন কেশবপুর গ্রামের আব্দুল জলিল জামে মসজিদ, কাসেম জুট মিলস ডাকবাংলা জামে মসজিদ, মো. ইসহাক (সাবেক মেম্বার), মো. আব্দুল আজিজ, মাস্টার আবুল কাসেমের বাড়িসহ শতাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

কেশবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মল্লাপাড়ার মো. আব্দুল আজিজ যুগান্তরকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমি আমার বাড়ির রাস্তার উপর দাঁড়িয়ে ছিলাম। তখন বিকট শব্দে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ হলে দেখি আগুনের ফুলকি ও লোহার পাত আকাশের দিকে উড়ে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে দেখি আমার দোতলা ঘরের ৮টি দরজা, ১৪টি জানালা ভেঙে যায় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ হয়ে যাই। আমার ঘরটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

তিনি বলেন, মল্লাপাড়া গ্রামের বেশির ভাগ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মল্লাপাড়া গ্রামের বৃদ্ধ, শিশু, মহিলারা সবাই নিরাপত্তার জন্য বগুলা বাজার আত্মীয়স্বজনের বাড়িতে চলে যাই। আমরা শুধুমাত্র পুরুষরা রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। সারারাত আমরা এক ভয়াবহ আতঙ্কের ভিতরে ছিলাম, কখন কী হয়।

কেশবপুর মল্লাপাড়া আব্দুল জলিল জামে মসজিদের সভাপতি মো. বদিউল আলম কন্টাক্টর যুগান্তরকে বলেন, ২০১০ সালে একজন নাম প্রকাশে অনিচ্ছুক দানশীল ব্যক্তি এ দুইতলা মসজিদে থাই অ্যালুমনিয়াম গ্লাস লাগিয়ে দিয়েছিলেন। শনিবারের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ড ও কেমিক্যাল কনটেইনার বিস্ফোরণে মসজিদের সব জানালার কাঁচ ভেঙে গেছে।

শীতলপুর কাসেম জুট মিলস ডাকবাংলা জামে মসজিদের সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাল জানান, শনিবার বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ড ও কেমিক্যাল কনটেইনার বিস্ফোরণে আমাদের মসজিদের ৩টি কাঁচের দরজা ভেঙে গেছে। আমার ঘরেরও ৩টি কাঁচের জানালা ও একটি দরজা ভেঙে গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ