বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের কেন তানাকা মারা গেছেন। ১১৯ বছর বয়সী নারী তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ছিলেন।

তানাকার মৃত্যুর খবরটি জানিয়েছে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি জানিয়েছে, তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মারা গেছেন গত ১৯ এপ্রিল।

২০২০ সালের টোকিও অলিম্পিকে মশাল বহন করার কথা ছিল তানাকার। কিন্তু সে বছর পুরো বিশ্বে করোনা মহামারী দেখা দিলে তিনি আর মশাল বহন করতে পারেননি।

এদিকে তানাকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, ২০১৬ সালে তানাক বিশ্বের বয়স্ক ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েন এবং সে বছর এটি নথিভুক্ত করে তারা।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড আরও জানিয়েছে, তাদের কাছে লিপিবদ্ধ তালিকা অনুযায়ী কেন তানাকা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বছর বেঁচে থাকার রেকর্ড গড়েছিলেন।

গিনেজের রেকর্ড অনুযায়ী, সবচেয়ে বেশি বয়স বেঁচে থাকার রেকর্ড গড়েছিলেন ফরাসি নারী জান ক্যাঁমট। তিনি ১২২ বছর বেঁচে ছিলেন।

এদিকে ১৯০৩ সালে জন্ম নেওয়া কেন তানাকা ১৯ বছর বয়সে এক চালের আড়তদারকে বিয়ে করেন। তিনি ১০৩ বছর বয়স পর্যন্ত পারিবারিক এ দোকানটিতে কাজ করেছিলেন।

কেন তানাকা তার জীবনে দুইবার ক্যান্সারে আক্রান্ত হয়েও বেঁচে গিয়েছিলেন। তাছাড়া তার জীবনে তিনি দেখেছেন দুটি বিশ্বযুদ্ধ। দেখেছেন স্প্যানিশ ফ্লু ও কোভিড-১৯ মহামারি। এ সবগুলো থেকেই বেঁচে ছিলেন জাপানি নারী কেন তানাকা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ