বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার মুশফিককে অনুসরণ করেন: ভারতীয় তারকা

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করার ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসে আরেকবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন তিনি।

বুধবার পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সাগরিকায় বড়পর্দায় ভেসে উঠে মুশিকে অভিনন্দনের দৃশ্য। ড্রেসিংরুমের বাইরে এসে হাততালি দেন এই দৌড়ে পিছিয়ে পড়া তামিম ইকবাল।

অসাধারণ এই অর্জনে মুশফিক প্রশংসা কুড়িয়েছেন দেশের বাইরের আন্তর্জাতিক তারকাদের থেকেও। বিশেষ করে ভারতের জাতীয় তারকা ব্যাটার দিনেশ কার্তিক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মুশফিকের।

তিনি জানিয়েছেন, বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার মুশফিককে অনুসরণ করে।

আইসিসির সর্বশেষ ক্রিকেট রিভিউ প্রোগ্রামে উপস্থিত হয়ে মুশফিক সম্পর্কে এ ভারতীয় তারকা বলেন, ‘যে কোনো ব্যাটারের জন্য ৫ হাজার টেস্ট রান দারুণ অর্জন এবং সে যা অর্জন করেছে তা দুর্দান্ত। আপনি যখন পতাকাবাহী অথবা মশালবাহী কিংবা প্রথমে কিছু করেন তখন সর্বদা আপনাকে সম্মানের সঙ্গে দেখা হয়। এটি মুশফিকুর রহিমের ক্ষেত্রেও।’

মুশফিকের প্রশংসায় কার্তিক আরও বলেন, ‘বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার তাকে (মুশফিক) অনুসরণ করে এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সত্যিই উপভোগ করে। সে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ধারাবাহিকভাবে রান করেছে। মুশফিক দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দিয়েছে এবং তার ঝুলিতে অনেক প্রাপ্তি আছে। আমার মনে হয় সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে।’

মুশফিকের দীর্ঘ টেস্ট ক্যারিয়ার নিয়েও প্রশংসা করেন দিনেশ কার্তিক।

তিনি বলেন, ‘যখন আপনি ১৭ বছর খেলবেন, বিশেষ করে উইকেটরক্ষক এবং ব্যাটার হিসেবে— এটি অবশ্যই আপনার শারীরিক অবস্থা সম্পর্কে বলবে। তিনি নিশ্চয়ই জানেন, তার শরীর অনেক ভালো। না হয় নিশ্চিত এত লম্বা সময় ধরে খেলে যাওয়া খুবই কঠিন।’

প্রসঙ্গত এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড় মুশফিক। ২০০৫ সালে টেস্টে অভিষেক ঘটে তার। এর পর থেকে এ নিয়ে ৮১তম টেস্ট খেলছেন। ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে ৩৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ