বিশ্বকাপ জিতবে পাকিস্তান, বিশ্বাস ইমরান খানের

এবারের বিশ্বকাপের শুরুতে টানা দুই ম্যাচে ভারত-জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান।

এরপর দুর্দান্ত ক্রিকেট খেলে টানা তিন ম্যাচে নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদশকে হারিয়ে বিদায়ের শঙ্কা উড়িয়ে সেমিফাইনালে উঠে যায় বাবর আজমরা।

বুধবার সেমিফাইনালে টুর্নামেন্টের ধারাবাহিক পারফর্ম করে যাওয়া নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাবর আজমের দল।

আগামী রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হতে যাওয়া ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালের ঠিক আগে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান বলেছেন, আমার বিশ্বাস পাকিস্তান বিশ্বকাপ জিতবে।

বুধবার এক টকশোতে অংশ নিয়ে পাকিস্তানের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, আমি মনে করি আমাদের দল দুর্দান্ত ক্রিকেট খেলছে। আশা করছি ফাইনালেও তাদের এই পারফরম্যান্স অব্যাহত থাকবে।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা দেশটির সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে ফাইনালে উঠেছি। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আমি আত্মবিশ্বাসী পাকিস্তান ইনশাআল্লাহ বিশ্বকাপ জিততে সক্ষম।

তথ্যসূত্র: জিওটিভির।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ