বিশ্বকাপে দর্শক উপস্থিতির রেকর্ড

এক আসরে সবচেয়ে বেশি রান, ছক্কা ও সেঞ্চুরিসহ অনেক রেকর্ডই দেখেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ।

টুর্নামেন্ট শেষে মঙ্গলবার আইসিসি জানাল, সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও হয়েছে ভারত বিশ্বকাপে। শুধু বিশ্বকাপ নয়, আইসিসি আয়োজিত সব টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বেশি মানুষ মাঠে বসে খেলা দেখেছে এবার।

২০২৩ বিশ্বকাপের ৪৮ ম্যাচে মোট দর্শক ছিল ১২ লাখ ৫০ হাজার ৩০৭ জন, যা ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হওয়া ২০১৫ বিশ্বকাপের রেকর্ড। সেবার মাঠে বসে খেলা দেখেছিল ১০ লাখ ১৬ হাজার ৪২০ জন দর্শক। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে মাঠের দর্শক ছিল সাত লাখ ৫২ হাজার।

ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা ও বড় বড় স্টেডিয়ামের কারণে আগে থেকেই ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হবে এবার। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচে গ্যালারি পুরো না ভরলেও রেকর্ড ঠিকই হয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে দর্শক ছিল ৯০ হাজারের কিছু বেশি। একই ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক ছিল সর্বোচ্চ এক লাখ ৩০ হাজার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ