বিশ্বকাপের আগে যে বার্তা দিলেন মেসি

টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে আর্জেন্টিনা। আর দুটো ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটিও নিজেদের করে নেবে মেসির দল।

কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হচ্ছে আর্জেন্টিনা। এ বিষয় মেসি বলেছেন, তেমনটি যদি নিজেদের বিশ্বাসও হয়, তা হলে বড় ভুলই করে বসবে আর্জেন্টিনা।

সম্প্রতি সংবাদমাধ্যম হোর্হে ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমরা এখন একটা ভালো সময়ে আছি। তবে মানুষের পাগলামিতে আমাদের গা ভাসিয়ে দেওয়াটা চলবে না। আমাদের বিশ্বাস করা চলবে না যে, আমরা বিশ্বকাপের ফেভারিট। আমাদরে বাস্তববাদী হতে হবে, ধাপে ধাপে এগোতে হবে।’

বিশ্বকাপ মেসিদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকোর এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ