জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন জানান, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তিনি কখনোই আপস করতে চান না। নিজের পছন্দের মানুষকেই বিয়ে করবেন। তবে এখনো সেই জুতসই মানুষটিকে পাননি।
তার ভাষায়, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাবো-এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারও প্রেমে পড়ে গেলাম।’
ধরাবাঁধা নিয়মে বাঁধতে চাই না
জীবন নিয়ে তাঁর দর্শন একেবারেই ভিন্ন। তিনি বলেন, ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে বিশ্বাস করি না। মানুষ সবকিছু নিজের মতো পায় না। তবে এমনও হতে পারে, কোনো একদিন এমন একজনের সঙ্গে আমার ভালো ম্যাচিং হয়ে গেল, যে আমাকে সুন্দরভাবে গ্রহণ করবে, আর আমার জীবনও তার সঙ্গে মানিয়ে যাবে। সেক্ষেত্রে আমি নতুন করে ভাবব।’
গানেই আসল পরিচয়
গান ও অভিনয়—দুই পথেই একসঙ্গে এগোতে চান পারশা। তবে নিজেকে সবসময় গানের মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তিনি বলেন, ‘আমি এখনো অভিনয়ে তেমন পারদর্শী নই। গান আমার অন্তরের অংশ। গান ছাড়া আমি অচল। গান গাইতে বা শুনতে ভীষণ ভালো লাগে। অভিনয় করার পর দর্শকের ফিডব্যাক পেলে অনুপ্রাণিত হই। তখন মনে হয় আরও অভিনয় করতে চাই।’
সিনেমার নায়িকা হতেই হবে-এমন ভাবনা নেই
চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে পারশা আরও জানান, ক্যারিয়ার শুরুর পর থেকে বেশ কয়েকবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন। তবে এখনই বড় পর্দায় কাজ করতে চান না। ‘আমাকে অভিনয়ে আরও দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখেই একসময় সিনেমা করব। এ জন্য আমাকে সময় নিতে হবে। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।’





