বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিমানবন্দর-উত্তরামুখী ফুটওভার ব্রিজ থেকে কিছুটা সামনে সড়কের মাঝে বুধবার রাত সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ওই দুজন হলেন মো. রফিকুল ইসলাম (৪০) ও কাজল আক্তার (৩৫)। তাদের মধ্যে রফিকুলের বাসা দক্ষিণখান এলাকায়। আর কাজল খিলগাঁওয়ের বাসিন্দা। দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক জুয়েল মাহমুদ বলেন, ‘কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, তাদের লাশ রাস্তার মাঝে পড়ে আছে, তবে তাদের অবস্থা দেখে ধারণা করা যায়, কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাতে রাস্তা ফাঁকা থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ