বিপিএলে সিলেটের টানা তৃতীয় জয়: ইতালির সাব্বির- জামিলের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ প্রিমিয়াম লীগ (বিপিএল) এ সোমবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে সিলেট স্ট্রাইকারস বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৫ উইকেটে পরাজিত করে টানা তৃতীয় বিজয় অর্জন করেছে। পয়েন্ট তালিকায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের এই বিজয়ে জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক জামিল উদ্দিন অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, আমরা আশা করব এই জয়ের ধারাবাহিকতা রক্ষা করে চলতি বছরের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হবার যোগ্যতা অর্জন করবে। সিলেটের কোচ অধিনায়কসহ সকল খেলোয়ারকে তারা অভিনন্দন জানান ‌. উল্লেখ্য সোমবারের খেলায় আগে ব্যাট করে কুমিল্লা ১৪৯ রানের টার্গেট দেয় সিলেটকে। সিলেট দারুন পারফরম্যান্স করে দুই ওভার এবং ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে বিজয় অর্জন করে।অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার এটি টানা দ্বিতীয় পরাজয়।
সিলেট স্ট্রাইকার্সের বিজয় ইতালি প্রবাসী সিলেটবাসীরা দারুন খুশি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ