বিপিএলে ঝড় তুলবেন ভারত-পাকিস্তানের দুই সুন্দরী

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ধারাভাষ্য ও উপস্থাপনা প্যানেলে এনেছে বিসিবি চমক। এবার বিপিএলের উপস্থাপক হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিমা পাঠক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিসিবি তাদের ফেসবুক পেজে আলাদা আলাদা দুটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। জয়নব আব্বাস কয়েকটি ম্যাচে ধারাভাষ্য দেয়ার সম্ভাবনাও রয়েছে। ধারাভাষ্য প্যানেলে দেশ-বিদেশের পরিচিত মুখ দেখা যাবে। ইতোমধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আইএল টি-টোয়েন্টি শেষে ৫ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন মার্ক নিকোলাস মরিসন।

প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুসও। এ ছাড়া পারভেজ মাহরুফ, শ্রীলঙ্কার সাবেক এক পেসার, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে ধারাভাষ্যে। বাংলাদেশি ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র জানায়, এখন পর্যন্ত ১১ জনের ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত হয়েছে।

৩৪ ম্যাচের বিপিএল শুরু হবে সিলেটে। সিলেট ও চট্টগ্রামে সমান ১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ১০টি ম্যাচ এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ