চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, উপবৃত্তি, প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পৌঁছে দেওয়াটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অর্জন। এখন সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার চাহিদা তৈরি হয়েছে। গ্রামের একজন ভূমিহীন বা দিনমজুরও সন্তানের লেখাপড়ার ব্যাপারে তৎপর থাকেন। তারাও চান সন্তান ভালো করে লেখাপড়া শিখুক।
বৃহস্পতিবার সকালে সাতকানিয়া মডেল হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ইদ্রিচ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দীন মিন্টু, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দীন চৌধুরী, যুবলীগ নেতা কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি ফরিদ আহমদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, শামীমা আকতার, পৌর যুবলীগের সভাপতি আনিসুর রহমান, যুবলীগ নেতা কাইসার হামিদ অভি, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মো. ইদ্রিস, যুগ্ম আহ্বায়ক মো. এমরান ও কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।