বিএনপির সমাবেশ: মহাসড়কে আ.লীগের বৈঠা মিছিল

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে বৈঠা মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের নৈরাজ্য ঠেকাতে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় বৈঠা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।

শনিবার সকাল থেকে গণপরিবহণসহ সব পরিবহণ বন্ধ রয়েছে। এতে চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ত্রিশাল পরিবহণ মালিক সমিতির সভাপতি আবুল কালাম শামসুদ্দিন বলেন, বিএনপির এ সমাবেশ ঘিরে তারা যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল করে অবস্থান নিয়েছে। বিএনপি নেতাকর্মী কোনো অরাজকতা করতে চাইলে আমরা তা প্রতিহত করব। পরিবহণ আমরা বন্ধ করি নাই। পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে গাড়ি বন্ধের কোনো নির্দেশ নেই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ