বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষে ওসিসহ আহত ২০

ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সংঘর্ষে ওসিসহ তিন পুলিশ এবং ১৭ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। যুবদলের সদস্য সচিব অ্যাভোকেট আনিসুর রহমানসহ আটক হয়েছেন ১৬ জন।

শনিবার বেলা ১২টার সময় শহরের আমতলা গলি রোডের বিএনপির অফিসের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে রাস্তায় নামলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে সদর থানার ওসি (অপারেশন) ফিরোজ কবীরের মাথায় ইট পড়ে ফেটে যায় ও এসআই নজরুল ইসলাম ও এসআই শফিকুল ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। আহতদের সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ইট-পাটকেল নিক্ষেপর সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির গণজমায়েত ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতা অ্যাডভোকেট আনিসুর রহমানসহ ১৬ জনকে আটক করে পুলিশ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ