বাহরাইনে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল

বাহরাইন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দেশটির সিত্রা এলাকায় আল-গারাইয়া শ্রমিক ক্যাম্পে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদের সভাপতিত্বে এবং মাজহারুল হক নয়ন ও ইসমাইল পলাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো.মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী, ক্যাম্পটির পরিচালক মোস্তফা মোহাম্মদ আলী ইউসুফ, বিসনেস কমিউনিটির প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, ড. ওমর ফারুক, ড. জাকির হোসাইন, ড. শাহ আলম, ড. মো. সেলিম, মনজুর আহমেদ, আলাউদ্দিন নূর, ফুহাদ তাহের শান্তনু, হায়াতুল্লাহ মল্লিক, কয়েছ আহমেদ, সাবের আহমেদ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, বকুল সুত্রধর, আলাউদ্দিন আহমেদ, আবুল বাশার, নুর কামাল, হাশেম রানা, নাসির উদ্দিন, মো. ইসরাফিল, ইসমাইল হোসেন, তাজউদ্দীন, অবিনাশ পালসহ বাহরাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে আটকেপড়া প্রবাসী ও ভিসা জটিলতা দ্রুত নিরসনের আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে দেশ জাতি এবং বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ