বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বার্সেলোনা থেকে জেবুন্নেছা:কন্সুলেট দে বাংলাদেশ বার্সেলোনার আয়োজনে বার্সেলোনার প্লাসা পেদ্রো,শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কন্সুলেট সিনিয়র রামন পেদ্রোর তত্বাবধানেরখম সখম ইভেন্ট নিয়ে মিনার চত্বরের এবারের ২১ শে ফেব্রুয়ারি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে।
পরিচালনার দায়িত্বে ছিলেন পর্যায়ক্রমে কামরুল মোহামেদ,নুরুল ওয়াহীদ, শফিক খান,মেহেতা হক জানু।শহীদ বেদীতে ক্রমান্বয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কন্সুলেট দে বাংলাদেশ বার্সেলোনার পক্ষে সিনিয়র রামন পেদ্রো,মিরন নাজমুল,সমাজ কর্মী কামরুল
মোহামেদ মেহেতাব নবীনসহ আরো কয়েক জন।আজুন্তামেন্ত দে বার্সেলোনার পক্ষে জরদি রাবাচ্চাসহ কয়েকজন।পারলামেন্তো দে কাতালোনীয়ার পক্ষে দিপুতাদা জেসিকা গন্জালেস। বাংলাদেশ আওয়ামী লীগ
কাতালোনীয়া বার্সেলোনার পক্ষে মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেসা,সফিকুল ইসলাম স্বপন,
খুরশীদ আলম বাদল,মোশারফ বেপারী,খালেদুর রহমান ,বার্সেলোনা আওয়ামী লীগের পক্ষে শাহ আলম স্বাধীন, মহিউদ্দিন
হারুন,হানিফ শরীফ,এনামুল কবির মজনু,জাফার হোসাইন,রাজু গাজী সহ আরো কয়েক জন।সান্তা কলোমা আওয়ামী লীগের পক্ষে মোখলেছুর রহমান নাছিম,এ কে আজাদ মোস্তফা,মো:নীরু তালুকদার,বাংলাদেশ মহিলা
আওয়ামী লীগ কাতালোনীয়ার পক্ষে জেবুন্নেছা জেবু,সাবরিনা জাহান পুতুল, নাজমা নাহার,শামসুন নাহার রেনু,দিবা গাজী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বার্সেলোনার পক্ষে শফিকুর রহমান শফি,হারুনুর রশীদ,ফয়সাল আহমেদ,লাইবুর রহমান,আক্তার হোসেনস সহ কয়েক জন,বাংলা স্কুল বর্সেলোনার পক্ষে নজরুল ইসলাম চৌধুরী,আওয়াল ইসলাম, জাহান আরা জানু,মোহাম্মদ জুয়েল আহমেদ সহ কয়েক জন,বাংলাদেশ এসোসিয়েশন বার্সেলোনার পক্ষে সাব্বির আহমেদ দুলাল,উত্তম কুমার,ইকবাল বকসি,এলাইছ মিয়া,আব্দুল জব্বার, উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনীয়ার পক্ষে শফিক খান,দিবা রাজু,সোহেল গাজী সহ কয়েক জন, বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনার পক্ষে মেহেতাব হক জানু,মুন্নি পাখি,তাইফা রহমান,দিবা সহ কয়েক জন।চট্রগ্রাম সমিতির পক্ষে আনোয়ার হোসেন রাজু গাজী,মিথিলা ফারুক,দীবা গাজী,জেবুন্নেছা,আক্তার হোসেন, সহ কয়েক জন।ভয়েস অব বার্সেলোনার পক্ষে ফয়সল আহমেদ, লিমন আহমেদ বিজয়,সুমন আহমেদ সহ কয়েক জন,স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষে নুরা আমিন টুকন,ফয়সাল সহ কয়েক জন।এছাড়া ও মহিলা সমিতি,বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা,ইয়ং ফেডারেশন,দোকান মালিক সমিতি সহ সামাজিক,সাংস্কৃতিক ও সাংবাদিকরা ফুল দেয়া পর্ব শেষ হলে কামরুল মোহামেদ, মিরন নাজমুল ও স্কুল শিক্ষিকা শাহানা ইয়াছমিন শানুর তত্বাবদানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়,চিত্রাঙ্কন শেষে বিচারক মন্ডলী ক খ গ শাখায়
প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্হান নির্ধারণ করে পুরুষ্কার প্রধান করা হয়।বাংলাদেশীদের
প্রানের দাবী স্থায়ী শহীদ মিনার স্হাপনের ব্যপারে তিনি আশ্বাস প্রদান করেন।
মেহেতাব হক জানুর পরিচালনায় সন্ধ্যায় সাইদ মোহাম্মদ স্বপনের কবিতা আবৃত্তির মাধ্য দিয়ে শুরু হয় একুশে সাংস্কৃতিক সন্ধা।দিবা গাজী,আনোয়ার হোসেন রাজু গাজী ও অমির সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ