বাবার স্বপ্ন পূরণে নুরজাহান আলীম ভক্ত-অনুরাগীদের সহযোগিতা চান

,: অন্যান্যদের সাথে নুরজাহান আলিম:
ডেস্ক রিপোর্ট: মরমী কন্ঠ শিল্পী মরহুম আবদুল আলীমের স্বপ্নপূরণে তার কন্যা কণ্ঠশিল্পী নুরজাহান আলীম তার বাবার ভক্ত অনুরাগীদের সহযোগিতা চেয়েছেন। নুরজাহান আলীম লোকসংগীত এর উন্নয়ন, পল্লী গানের আরো প্রসার ঘটাতে ইতিমধ্যেই গড়ে তুলেছেন,””পল্লী সম্রাট আবদুল আলীম ওয়েলফেয়ার এসোসিয়েশন””. সংস্থাটি বাংলাদেশের আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়েছে।
: মরমী কন্ঠ শিল্পী আবদুল আলীম:
রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও খেতাবে ভূষিত মরমী কন্ঠ শিল্পী আবদুল আলীমের সুযোগ্য কন্যা নুরজাহান আলীমের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।
: কন্ঠ শিল্পী নূরজাহান আলীম:
এই সংগঠনটি এগিয়ে নিতে তিনি তার বাবা আব্দুল আলীমের ভক্ত-অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়েছেন। তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, দেশে বিদেশে ঢাকা আবদুল আলীমের ভক্ত-অনুরাগীরা যেন তার পাশে এসে দাঁড়ান। এই প্রতিষ্ঠানটি পল্লী সংগীতকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দুস্থ ও আর্তমানবতার সেবায় কাজ করবে বলে জানা গেছে। প্রবাসে থাকা এক কোটি ২০ লাখ মানুষের প্রতিও তার উদাত্ত আহ্বান রয়েছে, আবদুল আলীমের স্বপ্নপূরণে যেন তারা এগিয়ে আসেন।
আবদুল আলীমের কন্যা নুরজাহান আলীম একজন কণ্ঠশিল্পী হিসেবে দেশে এবং বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন এবং তিনি তার বাবার সংগীতকে ধারন করতে সক্ষম বলে মনে করেন অনেকেই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ