বাবর-রিজওয়ান জুটিতে চাপে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

এ মুহূর্তে পাকিস্তানের সময়ের সেরা ওপেনিং জুটি বাবর-রিজওয়ানের ব্যাটিংয়ে চাপে রয়েছেন টাইগাররা।

ক্রাইস্টচার্চে আজ সকালে ব্যাট হাতে নেমে দুর্দান্ত দুটি হাফসেঞ্চুরি উপহার দেন লিটন দাস ও সাকিব আল হাসান।

এ দুই তারকার ঝড়ো ব্যাটিংয়ে একটি সময় মনে হচ্ছিল ২০০ ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।

কিন্তু টেলএন্ডারদের ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামেন টাইগাররা।

আর ১৭৪ রানের তাড়ায় দুর্দান্ত শুরু করেছেন পাকিস্তানের দুই ওপেনার। শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষেই গেছে। দুই পেসার তাসকিন ও হাসান মাহমুদের আঁটসাট বোলিংয়ে ২ ওভারে মাত্র ৬ রান তুলতে পারে পাকিস্তান।

একটু ধরে খেলতে দেখা যায় বাবর আজমকে। তবে বাংলাদেশি বোলারদের লাইন-লেন্থ আর উইকেট বুঝতে বেশি সময় নেননি পাকিস্তান অধিনায়ক।

এর পর হাত খুলে মারা শুরু করেন। ৪র্থ ওভারে তাসকিনের পর পর দুই ডেলিভারিতে দুটি বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকার গতি বাড়ান বাবর।

অন্যদিকে শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করেছেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তবে ব্যাটে-বলে হচ্ছে না সবসময়।

তাসকিন-হাসান জুটির বদলে এবার শরিফুল ও সাইফউদ্দিনকে আক্রমণে আনেন অধিনায়ক সাকিব। তাতেও কোনো কাজ হয়নি।

১১ ওভারেই কোনো বিপদ না ঘটিয়ে দলীয় ৮১ রান পার করে দেন বাবর-রিজওয়ান জুটি। বাবরের অবদান ৩৫ বলে ৪৬ রান, রিজওয়ানের ৩২ বলে ৩৫।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ