ডেস্ক রিপোর্ট: ইতালিতে কর্মরত সাংবাদিকদের প্রাণপ্রিয় সংগঠন বাংলা প্রেস ক্লাব ইতালি আহবায়ক কমিটি নিয়ে কাজ করে যাচ্ছে। কমিটি পূর্ণাঙ্গ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন কমিটির সদস্যরা। ইতিমধ্যেই যারা যোগাযোগ করেছেন, তাদেরকে স্বাগত
জানানো হয়েছে। এই সংগঠনটির প্রতিষ্ঠার সাথে জড়িত তেমন একজন নেতা জানিয়েছেন, তারা সাংবাদিকদের স্বার্থ রক্ষা, বিভিন্ন কোর্স সম্পাদন এবং কর্মশালার আয়োজনের মধ্য দিয়ে ইতালি প্রবাসী সাংবাদিকদের আরো দক্ষ করে তোলার
পরিকল্পনা নিয়েছেন। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতার সাথে জড়িতদের আরো প্রশিক্ষণ দেবার সিদ্ধান্ত রয়েছে। একটি কার্যকর কর্মশালার মধ্য দিয়ে সাংবাদিকদের ক্যামেরা সম্পাদনা স্ক্রিপ্ট লেখা-ইত্যাদি বিষয়ে সম্মুখ ধারণা দেওয়া হবে। ঢাকায় কর্মরত মূলধারা টেলিভিশনের সিনিয়র
একাধিক সাংবাদিকদের সাথে ইতিমধ্যে বাংলা প্রেসক্লাবের নেতারা যোগাযোগ করেছেন। ঢাকা থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানা গেছে ।বাংলা প্রেস ক্লাব ইতালির একটি সূত্র জানিয়েছে, সংগঠনটির দুইজন ব্যক্তি গঠনতন্ত্র, নিয়ম নীতি, দেশের সাংবিধানিক এবং প্রচলিত আইন
লঙ্ঘন করে নিজেদেরকে নেতা-নেত্রী ঘোষণা করেছেন । যা একটি সংগঠনে কখনোই হতে পারে না। তাদের ওই রকম কর্মকান্ডে বিব্রত ইতালির সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন।
কেউ কেউ বলছেন, একটি সংগঠন চলে তার গঠনতন্ত্রের উপর ভিত্তি করে-যেমনি একটি রাষ্ট্র চলে দেশের সংবিধানের আলোকে। বাংলা প্রেসক্লাব ইতালির ওই দুই ব্যক্তি (একজন পুরুষ অপরজন নারী)ব্যক্তি নিজেদের ক্ষমতা
অগঠনতান্ত্রিকভাবে, অগণতান্ত্রিকভাবে ধরে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্রটি জানায় বাংলা প্রেসক্লাব ইতালি কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে মেনে নেবে না । সূত্রটির দাবি, খুব শিগগিরই বাংলা প্রেসক্লাব ইতালির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
