ডেস্ক রিপোর্ট: ইতালিয় আইনে রেজিস্ট্রিকৃত সংগঠন বাংলা প্রেস ক্লাব ইতালি নিয়ে অপপ্রচারে লিপ্ত হলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়,
‘বাংলা প্রেসক্লাব ইতালি এদেশের আইন অনুযায়ী একটি রেজিস্ট্রিকৃত সাংবাদিক সংগঠন। বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতাদের মেধা,শ্রম এবং প্রয়োজনীয় অর্থের বিনিময়ে সংগঠনটি ইতালীয় আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়েছে। কাজেই বাংলা প্রেস ক্লাব, ইতালির নাম এবং লগো ব্যবহারের প্রতি সতর্কতা জারি করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। ব্যক্তি স্বার্থে, অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে যদি কেউ এই নাম এবং লগো ব্যবহার করে অপপ্রচারে লিপ্ত হয়-তাহলে ইতালির প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলা প্রেস ক্লাব ইটালির প্রতিষ্ঠাতাদের একজন স্বদেশ বিদেশকে জানান, এই ক্লাবের গঠনতন্ত্রের তোয়াক্কা না করে কতিপয় ব্যক্তি নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য গঠনতন্ত্র বহির্ভূতভাবে তথাকথিত একটি কমিটি গঠন করেছে-যেখানে সাংবাদিকতার সাথে জড়িত নয় এমন কাউকে কাউকে পথপ্রদবী বন্টন করা হয়েছে। এছাড়া নাপল্লীর একটি গ্রামে বসবাসকারী একজন নিজেকে অঘটনতান্ত্রিকভাবে তৃতীয় টার্মের জন্য সভাপতি দাবী করে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন-যা বাংলা প্রেস ক্লাব ইটালির গঠনতন্ত্রের পুরোপুরি পরিপন্থী। আরেকজন নেতা নিজের প্রকৃত নাম অর্থাৎ ডকুমেন্টের নাম গোপন রেখে নিজেকে বড় সাংবাদিক দাবি করে পদ দখল করে রেখেছে। ইতালির সাংবাদিক সমাজ তা কোনভাবেই মেনে নিতে রাজি নয়। কাজেই বাংলা প্রেসক্লাব ইতালি এদেশের আইন অনুযায়ী চলবে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলো জানান ওই প্রতিষ্ঠাতা নেতা।
