ডেস্ক রিপোর্ট: বাংলা নতুন বছরের প্রারম্ভে ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষকে নতুন বছরের শুভেচ্ছা
জানিয়েছেন। এক বিবৃতিতে এই দুই নেতা বলেছেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে হবে। রক্তের বিনিময়ে অর্জিত
বাংলা ভাষাকেও প্রবাসে ধারণ করার আহ্বান জানান এই দুই নেতা। তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মাঝে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ছড়িয়ে
দিতে হবে। এক্ষেত্রে তারা অভিভাবকদের প্রতিও উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে জানাতে, চেনাতে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তারা। দেশের বর্তমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান নতুন বছরের সূচনা লগ্নে এই দুই নেতা। তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের সোপান হিসেবে গণ্য হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হবে। সেজন্য তারা, মজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
