বাংলা জিততে গিয়ে গুজরাট হারাবে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি পশ্চিমবঙ্গে জিততে গুজরাট হারাতেও রাজি বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবিষ্যদ্বাণী করেন, বাংলা জিততে গিয়ে বিজেপি গুজরাট হারাবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কলকাতায় আয়োজিত একটি বৃহৎ মিছিলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে মমতা এ মন্তব্য করেন। এদিন তিনি রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপিসহ একাধিক অভিযোগ তোলেন। আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম ও কেরালার নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে কঠোরভাবে আক্রমণ করেন।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) প্রথম ধাপ শেষ হবে ৪ ডিসেম্বর। তার পর ৯ ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। সেই খসড়া তালিকা প্রকাশের পর অবস্থা ভয়াবহ হতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেন মমতা। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিহারের নারী ভোটারদের জন্য নির্বাচনের কয়েক দিন আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দেওয়া ১০ হাজার টাকার ভাতা প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেন।

মমতা বলেন, আমি ভবিষ্যদ্বাণী করছি, বিজেপি গুজরাটে হারবে। বাংলায় জিততে গিয়ে তারা গুজরাট হারাবে। তৃণমূলসহ বিরোধী দলগুলো অভিযোগ করেছে, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি প্রান্তিক ও নিপীড়িত সম্প্রদায়ের ভোটারদের নাম ‘অবৈধ অনুপ্রবেশকারী’ দেখিয়ে বাদ দিচ্ছে।

মমতা বলেন, হঠাৎ এত তাড়াহুড়ো করে ভোটার তালিকা সংশোধন কেন?

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ