ঢাকা অফিস: ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রথিতযশা কণ্ঠশিল্পী হিসেবে কাজী জাকারিয়ার ব্যাপক পরিচিতি রয়েছে। বিশেষ করে ক্লাসিক গানের ক্ষেত্রে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ইতালি প্রবাসী এই কন্ঠ শিল্পী এখন বাংলাদেশে অবস্থান করছেন।
বৃহস্পতিবার ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গুণী শিল্পীদের সাথে তার দেখা হয়, কথা হয়, স্মৃতিচারণ করেন। বহুদিন পর এই শিল্পীর শিল্পকলা একাডেমিতে আগমন।
লিনু বিল্লার আমন্ত্রণেই গিয়েছিলেন তিনি।সেখানে বাংলা সংগীতের বরপূত্র আহমেদ ইমতিয়াজ বুলবুলের জীবন ও কর্ম নিয়ে রচিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল।অনেক গুনীজনদের সাথে দেখা হয়েছে ইতালি প্রবাসী এই শিল্পীর।
আবেগে আপ্লুত কণ্ঠশিল্পী কাজী জাকারিয়া বলেন, বহুদিন পর প্রানের জায়গায় এসে খুব ভালো লাগছে। এছাড়া যাদের সাথে দেখা হয়েছে, এবার ঢাকায় না এলে হয়তো বা তাদের অনেককেই পেতাম না। খুবই খুশি এই শিল্পী।
