ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বাংকার সমিতি রোমের বর্ণাঢ্য অভিষেকে ইতালি প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি ওসমান সর্দার সোহেল।
পরিচালনা করেন সাংবাদিক লাবন্য চৌধুরী ও সংগঠনের প্রথম সদস্য সেলিম আহমেদ।
সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর, সিনিয়র সহ সভাপতি হিমেল দেওয়ান, সহ সভাপতি মীর কামাল,সাংগঠনিক সম্পাদক কাওসার ফারুক, কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম খোকন সহ সাবেক উপদেষ্টা মাহববুর
রহমান, মোঃ সুমন, সহ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, জি এস আলমগীর বুলবুল,জামাল বেপারি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন সহ সাধারণ সম্পাদক আলিম বেপারি।
নব নির্বাচিত সভাপতি ওসমান সর্দার সোহেল বলেন” সর্ববৃহত্ এই ব্যবসায়ী সংগঠনটি সব সময়ই কমিউনিটির উন্নয়নে পাশে ছিল, আছে এবং থাকবে। সংগঠনকে আরও গতিশীল এবং শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন ।পাশাপাশি এই সংগঠনের ত্রি রত্ন জি এম ওমর ফারুক, মিয়া শামীম ও জাহিদ সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি ওসমান সরদার সোহেল।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর বলেন” আমার উপর যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে তা গঠনতন্ত্র অনুযায়ী পালন করার চেষ্টা করব। ইতালিতে প্রবাসীদের কাছে একটি জনপ্রিয় সংগঠন হিসেবে এটি পরিচিতি লাভ করেছে। এই জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শুভেচ্ছা বক্তব্য রাখেন,বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম, একতা ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক মাতবর, প্রধান উপদেষ্টা এমারত হোসাইন, প্রগতি ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর রহমান খোকন, সুলতানা ফ্যাশন হাউসের কর্ণধার ফাহমিদা সুলতানা লিপি, মুন্সীগঞ্জ জেলা সমিতির সভাপতি হেলাল রায়হান, পাবনা জেলা সমিতির সভাপতি হাসাদুর রহমান হান্নান, মার্কিনী যুব সমাজের পক্ষে বিজয় কর।
নবনির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা সমিতির, কর্ণেলিয়া বাতিস্তিনি ও মার্কোনি বাসী এবং সাংবাদিক পরিবার। বাংলাদেশ বাংকার সমিতি রোমের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন রফিক খান, শরিফ দেওয়ান, শরীফ মাহমুদ, উজ্জ্বল দত্ত, আকতার হোসেন, টুলটুল ফারুক, মোঃ মামুন, নাসির সওদাগর, আরিফ হোসেন, বাদল মোল্লা, শাহীন শেখ, মোঃ ইউনুস, আল আমিন খান, শাহীন খান, সজীব আহমেদ, রাসেল আহমেদ, মীর আনোয়ার, এনামুল হাসান সাগর, মোঃ মান্নান, মোঃ শাহীনসহ আরও অনেকে।
