বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ শেষ হাসারাঙ্গার

শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ এ। এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই সিরিজের দল থেকে ছিটকে গেছেন লঙ্কান লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই ডানহাতি লেগি। যদিও তার ইনজুরির বিষয়টি লঙ্কান দল বা ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়নি। এমআরআই রিপোর্টও প্রকাশ করা হয়নি। তবে দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে টি-২০ সিরিজে থাকছেন না হাসারাঙ্গা।

শ্রীলঙ্কার টি-২০ দলে বেশ ক’জন স্পিনার থাকায় হাসারাঙ্গার বদলি হিসেবে কাউকে দলে নিচ্ছে না শ্রীলঙ্কা। লঙ্কান স্পিনার ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে কলম্বোর হাই পারফরম্যান্স সেন্টারে যোগ দেবেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-২০ খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে। পরের দুই টি-২০ যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে।

হাসারাঙ্গা অবশ্য টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেও ওয়ানডে সিরিজে ব্যাটে বলে দারুণ খেলে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। তিনি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১২ তে উঠেছেন। তিন ম্যাচে বল হাতে ৯ উইকেট নিয়েছেন এই লেগি। রান করেছেন ৫৩।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ