বাংলাদেশকে হারালে ‘সেমিতে ওঠার সুবর্ণ সুযোগ’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রেকর্ড শিরোপাজয়ী দল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের একাধিকবারের চ্যাম্পিয়ন দলটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ছে আফগানিস্তান।

আজ রোববার ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনের অ্যারনস ভেল গ্রাউন্ডে আগে ব্যাট করে ৬ উইকেট ১৪৮ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে গুলবাদিন নাইবদের বোলিং তোপের মুখে পড়ে ১৯.২ ওভারে মাত্র ১২৭ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২১ রানে জয় পায় আফগানরা।

খেলা শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে) এই জয় আমাদের দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বব্যাপী যেখানেই আফগানরা আছে তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তারা খুব করে এমন একটি জয় চাইছিল। আমি নিশ্চিত এই জয়ে তারা গর্বিত এবং খেলা উপভোগ করেছে। আমাদের জন্য এটি মাত্র শুরু।

আগামী মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। সেই ম্যাচে টাইগারদের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় আফগানিস্তান।

রশিদ খান বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই আমরা একটি একটি করে ম্যাচের দিকে মনোযোগ দিয়েছি। আমাদের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভালো দল। সেই ম্যাচে জয় পেলে আমাদের সেমিতে ওঠার পূর্ণ সুযোগ থাকবে।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ