বাংলাদেশকে হকি বিশ্বকাপে দেখতে চান সাকিব

অক্টোবরের শেষের দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। টুর্নামেন্টের নাম বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি। হকি ফেডারেশনের কাছ থেকে এই লিগের স্বত্ব কিনেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইস।

হকির এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে ছয়টি করপোরেট দল- একমি, রূপায়ন গ্রুপ, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক ও মোনার্ক মার্ট। ষষ্ঠ দলের নাম কয়েক দিন পর ঘোষণা করবে বাংলাদেশ হকি ফেডারেশন। এই ছয় দলের অন্যতম মোনার্ক মার্ট ক্রিকেটার সাকিবের প্রতিষ্ঠান।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হকির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব আল হাসান বলেন, হকিকে ভালোভাবে প্রমোট করতে পারলে এক সময় বাংলাদেশ হকির বিশ্বকাপে খেলবে।

তিনি বলেন, হকিতে আমাদের অনেক সম্ভাবনা আছে। হকির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমরা ২৭তম স্থানে আছি। ১৬টি দেশ বিশ্বকাপ খেলে। কাজেই বিশ্বকাপে খেলা তো বেশি দূরের ব্যাপার না। আমার বিশ্বাস যদি হকিটা সঠিকভাবে প্রচার-প্রচারণা পায় এবং ভালোভাবে সবাই উদ্যোগ নেয়, তাহলে আমরা বিশ্বকাপে খেলতেই পারি।

হকি টুর্নামেন্টে নিজের দল মোনার্ক মার্টকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সাকিব। তিনি বলেন, যেহেতু একটা দল নিয়েছি। আমাদের চিন্তা থাকবে কীভাবে এই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো হয় এবং আমরা যদি সেটার একটা রোল মডেল হতে পারি, অন্যরা সেটা হয়তো অনুসরণ করতে পারবে। তাতে সামগ্রিকভাবে হকিরই একটা উন্নতি হবে।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ