বলোনিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত: সভাপতি নিয়ামত, সাধারণ সম্পাদক বিপ্লব নির্বাচিত

ডেস্ক রিপোর্ট: ইতালির অন্যতম নগরী বলোনিয়া আওয়ামীলীগের বর্ণাঢ্য ত্রিবার্ষিক সম্মেলনে নিয়ামত শিকদার সভাপতি এবং আমির হোসেন খান বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।রোববার কালাম বেপারীর সভাপতিত্বে এবং বিপ্লব হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ইতালি আওয়ামী লীগের সভাপতি
হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ভার্চুয়ালি বক্তব্য রাখেন। ইটালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টিরসহ অনেকেই ৩০০ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে এই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।
কাজেই প্রবাসী বাংলাদেশীদের আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ইতালির সকল প্রভিন্সে পর্যায়ক্রমে
গণতান্ত্রিক উপায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।প্রধান বক্তা হাসান ইকবাল বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যেই শেখ হাসিনাকে নির্বাচিত করে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে হবে। তিনি হাইব্রিড , দুর্নীতিবাজ এবং অর্থ লোভীদের সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক
হাসান ইকবাল। এ সময় ইতালি আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিব চৌধুরী হাদিউল ইসলাম হাদি জামান মোক্তার ,নায়না আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ইতালি আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রিয়াজ হোসেন, রোম মহানগর আওয়ামীলীগ নেতা আল মাহমুদ রফিক, সাইফুল ইসলাম নিরব ,শেখ রাশেদসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনে নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মিন্টু চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আল মামুন।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে লন্ডন এবং ইটালির শিল্পিরা সংগীত এবং নৃত্য পরিবেশন করেন।
এই সম্মেলনে রোম থেকে সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ