ডেস্ক রিপোর্ট: আগামী ২৬ নভেম্বর ২০২৩ তারিখে ইতালির অন্যতম শহর বলোনিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য ওই সম্মেলনে রাজধানী রোম থেকে দলের সাধারণ সম্পাদক হাসান
ইকবালার নেতৃত্বে অর্ধশ শতাধিক নেতাকর্মী অংশ নেবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে ইতালি আওয়ামী লীগের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ এক বৈঠকে।
মঙ্গলবার রাজধানীতে সহ-সভাপতি হাবিব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় নির্বাহী কমিটির বৈঠকে বিপদ সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সবাই বলা হয় আসন্ন নির্বাচনকে
সামনে রেখে বলনিয়া আওয়ামীলীগের এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। ইতালি আওয়ামীলীগের নেতৃত্বে এবার প্রবাস থেকে নৌকার জোয়ার উঠবে বলেও মনে করেন তারা। আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে বল আশা ইতালি আওয়ামীলীগের নেতাকর্মীদের।
নির্বাহী কমিটির বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: হাদিউল ইসলাম হাদী, আবু তাহের,
জামান মোক্তার, মান্নান মাতাব্বর, বাবু ঢালি, মোঃ রিপন, আবুল কালাম, নায়না আহমেদ, জহিরুল ইসলাম, হাবিব মকদম, শেখ মামুন, খলিল বন্দুকসী ,ফারুক ফরাজী, নুর ইসলাম মাতবর, তোফায়েল মোল্লা,
হাসান ইমাম বিপ্লব, গাজী শিপন, শাহজালাল মাতবর, এম ডি রিয়াজ হোসেন, খন্দকার আরাফাত, মোহাম্মদ ইমতিয়াজ, দুলাল মোহাম্মদ,মোঃ শহীদ, আলামিন, মোহাম্মদ রফিক ,মাসুদ, শেখ রাসেদ, ইমাম হোসেন, মিন্টু মিয়া, মিজানুর রহমান কায়সার, উম্মে হানি চৌধুরী, শামীমা
আক্তার পপি, নীলা চৌধুরীসহ আরো অনেকে। রোববার সকাল দশটায় নমিও দিও কোয়াদরাতো মেট্রো এ-স্টেশন এর উপর থেকে বোলোনিয়ার উদ্দেশ্যে বাস রওনা দেবে। সবশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
