বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় পার্টির কাকরাইলস্থ কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এ সময় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক মো. বেলাল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, সহ-সভাপতি গোলাম মোস্তফা আবু সাইদ স্বপন, সৈয়দ মনিরুজ্জামান, আমিনুল হক সাইদুল, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান ভূঁইয়া, আজিজুল হুদা চৌধুরী সুমন, মো. নুরুজ্জামান, কনক আহমেদ, হাফেজ শেখ মাহমুদুল আনোয়ার, মনজুর মোর্শেদ ভূইয়া, তরিকুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফয়সাল আহমেদ ভূইয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পু, মোস্তাফিজুর রহমান পলাশ, মাহবুবুর রহমান খান আলতাফ হোসেন খলিফা, বি এম নুরুজ্জামান, খলিলুর রহমান বাবু, মো. বিল্লাল হোসেনসহ কেন্দ্রীয় মহানগর দক্ষিণ-উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ