বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুরের কাওরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষবরণ উদযাপিত

মোঃ আবু তাহের শেখ, শ্রীপুর (গাজীপুর) থেকে: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপিত হয়েছে। শিশুদের নাচ গানসহ বাংলা ১৪২৯ সালকে রঙিন আয়োজনে বরণ করে তারা।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হেলাল উদ্দীন ছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়, মোঃ আবু তাহের শেখ মাসুদুজ্জামান পাঠান,

যুঁথিকা বর্মণসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দীন বলেন, আমরা ঐতিহ্য অনুযায়ী বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চাই এ কারণে যে বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের বেড়ে ওঠা শিশুদের জানাতে হবে। তাদের মধ্যে বাংলা ভাষার ইতিহাস এবং বাংলাদেশ সম্পর্কে সম্যক ধারণা দেয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। তিনি বাংলা নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ