বরিশালের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত খুলনার

বরিশালের বিপক্ষে হেরে বিপিএলের নবম আসরের প্রথম দল হিসেবে বিদায় নিল খুলনা টাইগার্স।

আজসহ নিজেদের পরের ম্যাচগুলোতে খুলনা টানা জয় পেলে অন্যদিকে রংপুর রাইডার্ নিজেদের শেষ ম্যাচগুলোতে হারলে খুলনার প্লে-অফে খেলার সুযোগ ছিল। কিন্তু শুক্রবার হেরে যাওয়ায় বিদায় নিশ্চিত হয়ে গেল খুলনার।

খুলনাকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের ১০তম ম্যাচে সপ্তম জয় পেলে বরিশাল। এই জয়ে ১৪ পয়েন্ট অজর্ন করল সাকিব আল হাসানারা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইফতিখার আহমেদ (৫১) , ফজলে রাব্বি (৩৯) ও সাকিব আল হাসানদের (৩৬) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল।

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় খুলনা টাইগার্স। দলের হয়ে ইয়াসির আলী চৌধুরী রাহি ৩৮ বলে৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬০ রান করেন। ২৪ বলে ৩৭ রান করেন অধিনায়ক শাই হোপ। ২৪ বলে ২৪ রান করেন নাহিদুল হাসান।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও করিম জানাত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ