বন্ধুর মেয়েকে হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

সোমবার এক বিবৃতিতে দুগিনা হত্যাকে ‘জঘন্য’, ‘নির্মম’ অপরাধ আখ্যা দিয়েছেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।

দুগিনাকে খুবই ‘বুদ্ধিমতি’ এবং ‘গুণী’ বলেও প্রশংসা করেছেন পুতিন। ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে দুগিনা নিহতের ঘটনার পর এই প্রথম পুতিন তার প্রতিক্রিয়া জানালেন।

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গত শনিবার রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণে নিহত হন সাংবাদিক দারিয়া দুগিনা।

তার বাবা ‘পুতিনের মস্তিষ্ক’খ্যাত আলেক্সান্দার দুগিনই এই গাড়িবোমা হামলার লক্ষ্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে রুশ সেনা পাঠানোর পক্ষে শক্তিশালী অবস্থান নেওয়া কট্টর জাতীয়তাবাদী দুগিন পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে দেশে-বিদেশে পরিচিত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ