বঙ্গোপসাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে ফিরছেন জেলেরা

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা বরগুনার পাথরঘাটায় ফিরতে শুরু করেছেন।

শুক্রবার (১২ মে) বিকেলের পর থেকে জেলেরা ফিরতে শুরু করেন। জেলেরা জানান, সাগর উত্তাল হওয়ায় উপকূলে ফিরে এসেছেন তারা।

পাথরঘাটার চরলাটিমারা এলাকার এফবি তুলি ট্রলারের মাঝি আবু হোসেন জানান, বৃহস্পতিবার গভীর সাগরে মাছ ধরছিলেন তারা। এ সময় হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠে। ঢেউয়ের তীব্রতা টিকতে না পেরে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করে শুক্রবার বিকেলে ঘাটে এসে পৌঁছান।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার এফবি জাম্মুন ট্রলারের জেলে বিজয় চন্দ্র রায় বলেন, ‘গভীর বঙ্গোপসাগরে ভয়াবহ ঢেউ ও বাতাস। তাই জাল গুছিয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আশ্রয় নিয়েছি।’

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘দেশের নয় জেলার প্রায় ৩ হাজার ট্রলার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র, মাছের খাল, পদ্মা ও চরদুয়ানী এলাকার বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখনো অনেক জেলে গভীর সাগর থেকে অবতরণ কেন্দ্রের ঘাটের উদ্দেশ্যে রওনা করেছেন। অনেক জেলেদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ