স্পেন প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার স্পেন আওয়ামীলীগ এক আলোচনা۔۔ এবং দুয়া মাহফিল অনুষ্টিত হয়েছে |স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন আওয়ামিলিগের সভাপতি দুলাল সাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জাকির হুসেন| অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক এ কে এম۔ জহিরুল ইসলাম |বক্তব্য রাখেন,সহ সভাপতি আব্দুল কাদের ডালি ,সায়েম মিয়া ,জালাল হুসেন ,আহমদ আসাদুর রাহমান সাদ ,আওয়ামীলীগ নেতা সৈয়দ মনির ,যুবলীগ নেতা এনাম আলী খান ,আবুল কালাম ,মামুন হাওলাদার প্রমুখ |
প্রধান অতিথি জাকির হুসেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী, দৃঢ় ও আপসহীন নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে। একটি গর্বিত জাতি হিসেবে স্বতন্ত্র পরিচয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে দুর্লভ সম্মান বাঙালি পেয়েছে, তার জন্য সমগ্র জাতি বঙ্গবন্ধুর প্রতি চিরকৃতজ্ঞ চিরঋণী। তিনি বলেন, এ হত্যাকাণ্ড শুধু বাঙালি জাতির নয়, সমগ্র পৃথিবীর জন্য এক কলঙ্কজনক অধ্যায়। ঘাতকদের উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা |
পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ শেষে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ ১৫ আগস্ট অভিশপ্ত দিনে শাহাদতবরণকারী সবার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা মুজিবুর রহমান|পরে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্পেন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দকে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি দুলাল সাফা ও সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার |
শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।