ডেস্ক রিপোর্ট: ইতালির ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম”ফ্রেন্ডস গ্রুপের” উদ্যোগে রোমে মন্তনিওয়ালা মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপের চেয়ারম্যান হাজী মুহাম্মদ জসিম উদ্দিন এবং মোঃ নাসিমের
সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রোম
দূতাবাসের দূতালয় প্রধান কাউন্সিলর জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী , প্রথম সচিব সাইফুল ইসলাম, ইটালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রউফ ফকির,
সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝে, সহ-সভাপতি ফজলুল হক ভোট্টো, সহ-সভাপতি মজিবুর সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, সৈয়দ সুমন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, এ আর আহমেদ তপু, বিএনপি নেতা আক্তার আহমেদ, মোঃ হোসেনসহ
বিভিন্ন সামাজিক আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইসলামের আদর্শ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ছড়িয়ে দিয়ে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করা হয়। বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
