ডেস্ক রিপোর্ট: ফ্রীনল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল এখন দেশের রাজধানী হেলসিংকিতে রয়েছেন। আগামীকাল শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক মুজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত দলের শীর্ষা নেতারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে-বিদেশি চক্রান্তকারীরা সক্রিয় হয়ে উঠেছে। এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রধান শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল হেলসিংকিতে পৌঁছালে স্থানীয় নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
ফ্রিনল্যান্ড আওয়ামীলীগের এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই বেলজিয়ামে ইতালি,ফ্রান্স জার্মান সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশের দলীয় নেতারা এখন দেশটিতে রয়েছেন।
