ফ্রান্সে বাংলাদেশি বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের শুভ উদ্বোধন, শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও জ্ঞাতি সম্মেলন সম্পন্ন হয়েছে।

রোববার (২২ মে) সকালে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের। কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থেরর সঞ্চালনায় মিয়ানমারের উ কুমারা ছ্যায়াদ, ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত, আনন্দ থের, ভদন্ত শাসন বংশ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকাল ২টায় সধর্ম সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের। প্রধান অতিথি ছিলেন ভদন্ত থিছ মিনহ ডিন, প্রধান ধর্ম দেশক ছিলেন সেয়াদ উ কুমার। অন্যদের মধ্যে- ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত, আনন্দ থের, ভদন্ত শাসন বংশ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।

কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থেরর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজু বড়ুয়া, জগত বড়ুয়া উদয়ন, সুরজিত বড়ুয়া, চন্দন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সুধীর বড়ুয়া। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চয়ন বড়ুয়া, অক্টোপ্যাডে রবিন চৌধুরী।

সব শেষে জগতের সকল প্রাণীর শান্তি কামনায় জল ঢেলে পুণ্য উৎসর্গ করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ