মুনমুন আক্তার , ফ্রান্স: ফ্রান্সের নরমান্ডির দুবিল শহরে অনুষ্ঠিত হলো সামার স্কুলস গেইমস। ইন্টারন্যাশনাল স্কুলস স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে সামার স্কুলস গেইমসে অংশগ্রহণ করে ব্রোঞ্জ বিজয় অর্জন করেছে বাংলাদেশ।
এ গেইমসে অংশ নিতে বাংলাদেশ থেকে দশ জন খেলোয়াড় , কোচ , কর্মকর্তাসহ ১৬ জনের একটি প্রতিনিধি দল এসেছিলেন । আগামীকাল দেশের খেলোয়াড়দের বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি গেইমস অংশ নিয়েছিলো।
পুস্পিতা জাহান আরচারিতে তুরস্ক কে হারিয়ে ব্রোঞ্জ বিজয় করে।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বি কে এসপি ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক ও শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রকোনা জেলা সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা উচ্চাস প্রকাশ করেন। তারা বলেন এ বিজয় সমগ্র বাংলাদেশের। তারা প্রধানমন্ত্রি শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন প্রধানমন্ত্রির সদিচ্ছায় স্কুলস স্পোর্টস আন্তর্জাতিক আসরে বাংলাদেশকে অনন্য আসনে আসীন করেছে।
