ফ্রান্স প্রতিনিধিঃ আজ রোববার থেকে ফ্রান্সের নরমান্ডির দুবিল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সামার স্কুলস গেইমস। ইন্টারন্যাশনাল স্কুলস স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে সামার স্কুলস গেইমসে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এ গেইমস অংশ নিতে বাংলাদেশ থেকে দশ জন খেলোয়াড় , কোচ , কর্মকর্তাসহ ১৬ জনের একটি প্রতিনিধি দল প্যারিসে পৌচেছে। আগামী ২২ মে পর্যন্ত এ টুর্নামেন্টে বিশ্বের ১৩৪ দেশের খেলোয়াড় অংশ নেবেন। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি গেইমস অংশ নিচ্ছে।
প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন বি কে এসপি ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক ও শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা।
প্যারিস বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের কোর্ডিনেটর আবু তাহির , ও ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন।
বাংলাদেশ যেন ভালো ফলাফল করতে পারে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক ও কামরুন্নেসা আশরাফ দীনা।
