রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী তরুণদের আয়োজনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকরোনোভ বিডি কমিউনিটি হলরুমে অস্থায়ী শহীদ মিনারে ৫২ এর ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন তরুণ সংগঠক শাহ আলম মায়া । নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মোতালিব খান, পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় । আলোচনা সভা শেষে এক এক করে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। নবকণ্ঠের সৌজন্যে
