ফুটবল খেলার সময় বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কঙ্করহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- আবু সাঈদ (১৪), শাওন মিয়া (১৩), স্বাধীন (১৪)। তারা সবাই বারুইগ্রাম কওমি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে মাঠে ছেলেরা ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে ওই তিন কিশোর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতকর্তা ডা. মামুনুর রশিদ মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ