ফিনল্যান্ড-সুইডেনকে নিয়ে নতুন করে যা বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটো) একটি বৈঠকে কথা বলেন।

রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত এ বৈঠকে পুতিন ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন।

তিনি জানিয়েছেন, ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে রাশিয়ার কোনো সমস্যা নেই। কিন্তু ন্যাটো যদি এ দুটি দেশে সামরিক শক্তি বাড়ায় তাহলে রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে।

পুতিন এ বৈঠকে আরও জানিয়েছেন, ন্যাটোর পরিধি বাড়ানো রাশিয়ার জন্য একটি সমস্যার বিষয়।

পুতিনের মতে, ন্যাটোর লক্ষ্য হলো বিশ্বে তাদের প্রভাব বৃদ্ধি করা। তাই রাশিয়া বিষয়টি খুব কাছ থেকে নজর রাখবে।

পুতিন তার বক্তব্যে বলেছেন, আমাদের প্রতিক্রিয়া কি হবে? আমরা দেখব কি রকম হুমকি আমাদের জন্য তৈরি করা হয়।

রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, কোনো কারণ ছাড়াই সমস্যা তৈরি করা হয়েছে। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।

এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করার পর রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ও এর পাশের দেশ সুইডেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে।

রোববার এ দুটি দেশ সরাসরি ঘোষণা দেয় তারা ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন করবে।

ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই তাদের নানা রকম হুমকি-ধামকি দিয়ে আসছে রাশিয়া।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ