ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

পাকিস্তানের তৃতীয় এশিয়া কাপ ট্রফি নাকি শ্রীলঙ্কা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হবে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে এবারের ফেভারিট পাকিস্তানের। কারণ দুই দিন আগে বাবর আজমের দলকে আধিপত্য বিস্তার করে হারিয়েছে ৫ উইকেটে।

ওই ম্যাচে দুই দলই একাদশে কিছু পরিবর্তন এনেছিল। ফাইনালেও কি একই দল নিয়ে মাঠে নামছে নাকি আসতে যাচ্ছে কিছু পরিবর্তন! শ্রীলঙ্কার কথাই ধরা যাক, ব্যাট হাতে অফফর্মে থাকা চারিথ আসালানকাকে পাকিস্তানের বিপক্ষে বাইরে রেখেছিল। বোলিংয়ে সুবিধা করতে না পারা আসিথ ফার্নান্ডোও ছিলেন না এই ম্যাচে।

দুজনের স্থলাভিষিক্ত হওয়া অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা ও টি-টোয়েন্টি ক্যাপ পাওয়া প্রমোদ মাদুশান আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। পাকিস্তানকে ১২১ রানে অলআউট করতে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন প্রমোদ। ধনঞ্জয়া চার ওভারের কোটা পূরণ করে সবচেয়ে কম ১৮ রান দিয়েছেন, পেয়েছেন এক উইকেট। ব্যাট হাতে করেন ৯ রান।

ফাইনালে আসিথাকে ফেরানোর বিবেচনা করা হলেও প্রমোদকে রেখেই দল সাজাতে পারে শ্রীলঙ্কা। এছাড়া ধনঞ্জয়াকেও এই ম্যাচ খেলানোর সম্ভাবনা বেশি। পাকিস্তান বধের দল নিয়েই মাঠে নামতে দেখা যাবে শ্রীলঙ্কাকে। মানে একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই।

অন্যদিকে পাকিস্তান দলে নিশ্চিতভাবে পরিবর্তন আসতে যাচ্ছে। আগের ম্যাচে হাসান আলী ও উসমান কাদিরকে একাদশে এনেছিল তারা নাসিম শাহ ও শাদাব খান বিশ্রাম দিয়ে। নাসিম ও শাদাব দুজনই আগের ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই নিঃসন্দেহে ফাইনালের একাদশে তাদের দেখা যেতে পারে।

নাসিম চার ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, আফগানিস্তানের বিপক্ষে চাপের সময়ে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান। আর একই ম্যাচে দলের সংকটজনক মুহূর্তে ৩৬ রান করে হাল ধরেন শাদাব। বোলিংয়েও চার ম্যাচে ৭ উইকেট নিয়ে এশিয়া কাপে রঙ ছড়াচ্ছেন এই লেগস্পিনিং অলরাউন্ডার।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিশানকা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশানকা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ