ফরাজী- হাসানের নেতৃত্বে ইতালি আওয়ামীলীগ লন্ডনে প্রশংসিত

ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় একটি প্রতিনিধি দল লন্ডনে যায়।শনিবার প্রধানমন্ত্রী আমেরিকা থেকে লন্ডন এসে পৌঁছালে ইতালি আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রী আবাসস্থল তাজ হোটেলের বাইরে তাকে অভ্যর্থনা জানায়।এ সময় ইউরোপের অন্যান্য দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক
হাসান ইকবালার এই ভূমিকার প্রশংসা করেছেন ইংল্যান্ড আওয়ামী লীগসহ ইউরোপের অন্যান্য দেশের নেতাকর্মীরা। ইউকে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুকের অত্যন্ত স্নেহধন্য ফরাজী – হাসান ইকবাল দলীয় প্রধানকে অব্যর্থনা জানাতে ইতালি থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যাওয়ায় তারাও সন্তোষ প্রকাশ করেন।ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশের আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, ইতালি আওয়ামীলীগের গেল কাউন্সিলে পুনঃনির্বাচিত ফরাজি- হাসান দলকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছে। তারা বলেন, ইংল্যান্ডের পর সর্বাধিক বাংলাদেশী জনসংখ্যার দেশ ইতালি। আর সেই দেশের আওয়ামী লীগের এ কমিটি ইউরোপের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকতে পারে।তারা বলেন, একজন সজ্জন ও ব্যক্তিত্বসম্পন্ন সভাপতি হাজী ইদ্রিস ফরাজী এবং কর্মীবান্ধব জনপ্রিয় নেতা হিসেবে হাসান ইকবাল ইতিমধ্যেই ইতালিতে আওয়ামী রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার ক্ষেত্রেও তাদের ভূমিকা থাকবে বলো মনে করেন ইউরোপের অন্যান্য দেশের শীর্ষ নেতারা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ইংল্যান্ড আওয়ামী লীগের দেয়া এক নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। সেখানে অন্যান্য দেশের সাথে ইতালি আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ